Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে

কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র নড়াইল, একটি সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র।গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধিন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো কর্তৃক পরিচালিত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রটি, জেলার প্রাণকেন্দ্রে ৬বিঘার উপর নির্মিত আধুনিক স্থাপনা সমৃদ্ধ নিরিবিলি মনোরম শিক্ষাবান্ধব একটি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান। বর্তমানে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র টিটিসি,র্  দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ(শর্ট কোর্স) প্রদানের মাধ্যমে জেলার শিক্ষিত অর্ধ শিক্ষিত ১৫ থেকে ৩৮ বছর বয়সি  বেকার যুবক যুবতীদেরকে দক্ষ মানব সম্পদে পরিণত করার কাজে নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছে।

কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র টিটিসি মনে করে অধিক জনসংখ্যা এখন আর কোনো বোঝা নয় বরং সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি প্রশিক্ষণ প্রাপ্ত এ দক্ষ জনশক্তি  দেশের অর্থনৈতিক কর্মকান্ডে যথেষ্ঠ ভূমিকা রাখছে। উন্নত রাষ্ট্রে পরিণত করার যাবতীয় কারিগরি সেবা প্রদানে টিটিসি নড়াইল বদ্ধপরিকর।

নড়াইল জেলার তিনটি উপজেলা চারটি থানা ৩৯টি ইউনিয়নের প্রতিটি পরিবারের এই সকল যুবক যুবতীদেরকে বিভিন্ন ট্রেডের উপর কারিগরি প্রশিক্ষণ প্রদান করে ”মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত প্রতিটি উপজেলা থেকে প্রতিবছর গড়ে ১০০০জন দক্ষ যুবক যুবতীকে বিদেশে কর্মসংস্থানে পাঠানোর যে ঘোষনা এসেছে তা সফল করতে,  আধুনিক যুগোপযোগী স্থানীয় ও আন্তর্জাতিক শ্রম বাজারের চাহিদা অনুযায়ী উন্নত প্রশিক্ষণে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র থেকে আমরা নিরলস ভাবে কাজ করে যাচ্ছি।

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ মহান উদ্যোগকে সফল করতে জেলার ৩টি উপজেলা ৪টি থানা এবং ৩৯টি ইউনিয়নের দায়িত্ব প্রাপ্ত সম্মানীত রাজনৈতিক ব্যক্তিত্ব এবং জনপ্রতিনিধি সকলকে এ মহান কাজে অংশ গ্রহন করতে হবে। আপনাদের সহযোগিতায় যদি এ সকল যুবক যুবতীদেরকে কারিগরি শিক্ষায় শিক্ষিত করে তোলা যায় তাহলে নড়াইল হবে একটি বেকার মুক্ত, কর্মমুখর স্বপ্নের জেলা ।            আমরা জানি একজন অদক্ষ শ্রমিকের তুলনায় একজন দক্ষ শ্রমিকের মূল্য স্থানীয় শ্রম বাজারের পাশাপাশি আন্তর্জাতিক শ্রম বাজারে অনেক গুণ বেশী। পরিসংখ্যান অনুযায়ী এজেলা থেকে প্রতি মাসে কমপক্ষে গড়ে ৩৫০জন অদক্ষ শ্রমিক বিদেশের শ্রম বাজারে প্রবেশ করছে। অথচ এসকল অদক্ষ শ্রম জীবি পুরুষ ও মহিলাদেরকে যদি কারিগরি প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে দক্ষ মানব সম্পদে পরিণত করে পাঠানো যায়, তাহলে জেলার এ বিশাল জনশক্তি জনসম্পদে রপান্তরিত হবে এবং স্থানীয় শ্রম বাজারে দক্ষ শ্রমিক প্রবেশ করবে ও  বিদেশের শ্রম বাজারে দেশের ভাবমূর্তি উজ্জ্বল হবে এবং রেমিটেন্স বৃদ্ধি পাবে।

এসএসসি ভোকেশনাল ২ বছর মেয়াদী কোর্সের পাশাপাশি  ৬মাস মেয়াদী নিয়মিত কোর্সে ইলেকট্রিক্যাল হাউজ ওয়্যারিং ট্রেডে হাউজ ওয়্যারিং, সিঙ্গেল ফেজ ও থ্রিফেজ মোটর রিওয়্যান্ডিং, ইলেকট্রিক ওভেন, মাইক্রোওভেন, মিক্সার মেশিন, জুস মেশিন, ওয়াশিং মেশিন কাজের উপর প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে, কনজুমার ইলেকট্রনিক্স ট্রেডে কালার টেলিভিশন, কম্পিউটার, ডিশ ক্যাবল নেটওয়ার্কিং মোবাইল সার্ভিসিং সহ আনুষঙ্গিক কাজে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে,  রেফ্রিজারেশন এন্ড এয়ারকন্ডিশনিং ট্রেডে রেফ্রিজারেটর, এয়ারকন্ডিশনার মেরামত, সার্ভিসিং, ট্রাবল শুটিং এবং স্পিøট ও উইন্ডো এসির উপর প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে, ওয়েল্ডিং এন্ড ফেব্রিকেশন্স ট্রেডে গ্যাস ওয়েল্ডিং, আর্ক ওয়েল্ডিং,  টিগ ওয়েল্ডিং, মিগ ওয়েল্ডিং, ৬জি ওয়েল্ডিং এর উপর প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে, সিভিল কন্সট্রাকশন ট্রেডে ম্যাশন,রড বাইন্ডিং, প্লাষ্টারিং,, ব্রিক লাইং, টাইলস ফিক্সিং এর উপর প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে, অটোমোবাইল ট্রেডে অটোমেকানিক্স, ইঞ্জিন ওভারহ্যলিং, টায়ার রিপ্লেসমেন্ট, ডেন্টিং পেইন্টিং, অটো ইলেকট্রিসিটি, ড্রাইভিং সিগনাল, ইঞ্জিন গভর্নিং সহ অন্যান্য বিষয়ের উপর প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। উন্নত প্রশিক্ষণ প্রাপ্ত প্রশিক্ষকদের দ্বারা কম্পিউটার অফিস এপ্লিকেশন্স অটোক্যাড এবং গ্রাফিক্স ডিজাইনের উপর প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। কম্পিউটার ট্রেডে টিটিসি থেকে প্রশিক্ষণ প্রাপ্ত যুবক যুবতীরা বিভিন্ন অফিস আদালতে চাকুরীর সুযোগ পাচ্ছে এবং নিজেরা স্ব উদ্যোক্তা হয়ে নিজেরাই কম্পিউটার প্রশিক্ষণ সেন্টার খুলে সফল ভাবে প্রশিক্ষণ সেন্টার পরিচালনা করছে ।

সুবিধা বঞ্চিত হত দরিদ্র ছাত্র ছাত্রীদেরকে মাসিক ১০০০/- বৃত্তি প্রদান স্বাপেক্ষে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান, জুট মিল, সুগার মিল, প্লাস্টিক শিল্প,অটোমোবাইল ওয়ার্কশপ, ওয়েল্ডিং ওয়ার্কশপ, জাহাজ নির্মাণ শিল্প, বিভিন্ন ডক ইয়ার্ড, শিপ ইয়ার্ড, ফিসারিজ, পেট্রল পাম্প,  এয়ার কন্ডিশনিং কমার্শিয়াল প্লান্ট, রেফ্রিজারেশন এন্ড এয়ারকন্ডিশনিং ইন্ডাষ্ট্রিজ, লেদমেশিন ওয়ার্কশপ সহ বিভিন্ন প্রতিষ্ঠানে বর্তমানে অত্যন্ত সুনামের সাথে আমাদের প্রতিষ্ঠান থেকে উত্তীর্ণ ছাত্র ছাত্রীরা চাকুরী করছে।

ওয়েল্ডিং এন্ড ফেব্রিকেশন্স, ইলেকট্রিক্যাল, রেফ্রিজারেশন এন্ড এয়ার কন্ডিশনিং কাজের উপর সিঙ্গাপুর কাতার ওমান সৌদি আরব আবুধাবি বাহরাইন সহ পৃথিবীর বিভিন্ন দেশে কাজের সুযোগ রয়েছে।


এছাড়াও  স্বল্প খরচে কম্পিউটার অফিস এপ্লিকেশন্স, গ্রাফিক্স ডিজাইন, ইংলিশ স্পিকিং, কোরিয়ান ভাষা শিক্ষা কোর্স, টাইলস ফিক্সার, রড বাইন্ডিং এবং অটোমেকানিক্স ট্রেডের উপর প্রশিক্ষণ চলছে।

ড্রাইভিং পেশাকে পেশা হিসেবে গ্রহন করতে পুরুষ ও মহিলাদের জন্য উন্নত প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে সম্পূর্ণ বিনা খরচে ২১ থেকে ৩৫বছর বয়সী যুবক যুবতীদেরকে এশিয়ান উন্নয়ন ব্যাংকের অর্থায়নে এবং অর্থমন্ত্রণালয়ের সহযোগিতায় সেইপ প্রকল্পের অধীনে মোটর ড্রাইভিং কোর্স পরিচালিত হচ্ছে।

বিদেশগামী পুরুষ কর্মীদের জন্য ৩দিন ব্যাপি প্রাক বহির্গমন ওরিয়েন্টেশন কোর্সের মাধ্যমে বিদেশ গমনের আগে ও পরে করনীয় সম্পর্কে প্রাথমিক ধারনা প্রদান করা হচ্ছে।

১মাস ব্যাপি হাউজ কিপিং প্রশিক্ষণের মাধ্যমে বিদেশ গামী মহিলাকর্মীদেরকে আধুনিক ইকুইপমেন্টের দ্বারা উন্নত প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে দক্ষ গৃহ কর্মী তৈরি করা হচ্ছে। ফলে আমাদের দেশের মহিলা কর্মী গণ সুনামের সাথে বিদেশে চাকুরি করছে।

স্থানীয় ও বিদেশে প্রশিক্ষণ প্রাপ্ত উচ্চ শিক্ষিত প্রশিক্ষকগণের সমন্বয়ে পরিচালিত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র্র টিটিসি একটি আধুনিক কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র যা নড়াইল জেলার জন্য একটি ঐতিয্য।

আসুন আমরা সকলে মিলে এ ঐতিহ্যবাহী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রকে আরও সমৃদ্ধ ও উন্নত করতে সকলে একসাথে কাজ করি এবং এ প্রশিক্ষণ কেন্দ্রের মাধ্যমেই জেলার উন্নয়নের স্বপ্ন দেখি।

নড়াইল জেলার সম্মানীত অধিবাসী, আপনাদের সকলকে টিটিসি’র পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।